বিজয়নগর প্রতিনিধি : | বুধবার, ২৬ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 587 বার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছে। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার মহেশপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, গত সোমবার রাতের যে কোন সময়ের মহেশপুর এলাকায় ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাতনামা ওই বৃদ্ধ মারা যায়। তিনি বলেন, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।