বিজয়নগর প্রতিনিধি | সোমবার, ২২ জুন ২০২০ | পড়া হয়েছে 183 বার
সরকারি নির্দেশনাকে উপেক্ষা করে করোনাভাইরাস পরিস্থিতিতেও বিজয়নগরে সমাবেশ করে কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। মানা হয়নি কোন সামাজিক দূরত্ব। গত রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিসের প্রশিক্ষণ সেন্টারে প্রায় ২৫ জন কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ দেয়া হয়। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব না মেনে কেন প্রশিক্ষণ করা হলে এই প্রশ্ন এখন মুখে মুখে।
এ ব্যাপারে বিজয়নগর উদ্ভিদ সংরক্ষণ কৃষি উপ-সহকারী নূরে আলম বলেন, করোনা পরিস্থিতিতে এই প্রশিক্ষণ নেওয়াটা ঠিক হয়নি । কেন নিলেন তা বড় স্যার ভাল বলতে পারবেন।
এ ব্যাপারে বিজয়নগর উপজেলা কৃষি অফিসার মোঃ খিজির হোসেন বলেন, এই প্রশিক্ষণ ছিলো তিনদিনের। উপরের নির্দেশে আমরা প্রশিক্ষণ নিয়েছি।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক রবিউল হক মজুমদার বলেন, দেশের এই অবস্থায় কোনভাবেই গণজমায়েত করে প্রশিক্ষণ নেয়া যাবেনা।করোনা পরিস্থিতিতে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রশিক্ষণ দিতে হবে এটাই নিয়ম।
এ ব্যাপারে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার বলেন, প্রশিক্ষনের বিষয়টি আমার জানা নেই। আমি কৃষি কর্মকর্তাকে কেন গণজমায়েত করে প্রশিক্ষণ নিলেন সে ব্যাপারে জিজ্ঞেস করবো।