বিজয়নগর প্রতিনিধি | মঙ্গলবার, ০৫ মে ২০২০ | পড়া হয়েছে 195 বার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৯১ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মহিলাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত সোমবার দুপুর সাড়ে ৩ টায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের আতিক মিয়ার স্ত্রী রোকসানা আক্তার-(৩০) ও একই এলাকার শাহজাহান মিয়ার স্ত্রী জোসনা বেগম-(৫০)। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল অফিসের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে তল্লাশী করে ২৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।