বিজয়নগর প্রতিনিধি | সোমবার, ১১ মে ২০২০ | পড়া হয়েছে 248 বার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার প্রধান সড়ক চান্দুরা-সিঙ্গারবিল পযর্ন্ত “বীর মুক্তিযোদ্ধা সড়ক” এর উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান ওরফে নাছিমা মুকাই আলী।
সোমবার বেলা ১১টায় তিনি উপজেলার চান্দুরা ডাকবাংলো মোড় থেকে সিঙ্গারবিল পর্যন্ত “বীর মুক্তিযোদ্ধা সড়ক” এর কার্পেটিং কাজ পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহের নিগার, উপজেলা প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন, চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.এম. সামিউল হক চৌধুরী শামীম প্রমুখ।