প্রতিনিধি | শুক্রবার, ০৮ জানুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 714 বার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর বাজারে অগ্নিকাণ্ডে ঘর-বাড়িসহ ১৫ দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব জানান,সোনারামপুর বাজারের হালিম সরকার সুপার মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ওই মার্কেটের পাঁচটিসহ ১২টি দোকান ও পাশের তিনটি বাড়ি পুড়ে যায়। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে একঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনা ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় জনতার তোপের মুখে পড়ে।
ভুক্তভোগি মার্কেটের মালিক শুক্কুর আলী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে সর্বমোট ১২টি দোকানের প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।