ডেস্ক ২৪ | মঙ্গলবার, ০৭ জুন ২০১৬ | পড়া হয়েছে 699 বার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ২৬৩ বোতল ফেনসিডিলসহ চার নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ০৭ জুন দুপুর আড়াইটার দিকে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বারুরা গুচ্ছগ্রামের রাহেলা বেগম (৪২), নরসিংদী সদর উপজেলার রাঙ্গামাটির ছিদ্দিক মিয়ার স্ত্রী আছিয়া বেগম (৪২), শ্রীনগর গ্রামের মোবারক হোসেনের স্ত্রী শিউলী বেগম (৪০) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের আক্কাছ মিয়ার স্ত্রী সুরাইয়া বেগম (৩২)।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব জানান, ওই নারীদের পোশাকে বিশেষ কায়দায় এসব ফেনসিডিল লুকানো ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।