ডেস্ক রিপোর্টঃ | বুধবার, ২২ জুন ২০১৬ | পড়া হয়েছে 655 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম গত মঙ্গলবার মরিচাকান্দি গ্রামের মৃত আবু শহিদ মিয়ার বখাটে ছেলে মোঃ মোমেন মিয়া(২৫) কে ইভটিজিং এর অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন করেছেন । জানা গেছে যে, প্রায় এক সপ্তাহ যাবত মরিচা কান্দি ডিডি একাডেমীর ৮ম শ্রেনীর ছাত্রী পূরির্নমা আক্তারকে স্কুলে আসা যাওয়ার সময় বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলতো । আজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তায় একা পেয়ে মোমেন মিয়া মেয়েটিকে ঝাপড়িয়ে ধরেটানা হেচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে,মেয়ের শোরচিৎকারে আশেপাশের লোকজন ছেলেটিকে আটক করে । পরে ভ্রাম্যমান আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন । বাঞ্ছারামপুর উপজেলায় ইভটিজিং এর দায়ে এটাই প্রথম সাজা।