ষ্টাফ রিপোর্টার | মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ | পড়া হয়েছে 683 বার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে বর্জন করেছেন,বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সালাউদ্দিন ভূঁইয়া।
মঙ্গলবার ২২ মার্চ সকালে ভোট শুরুর মাত্র দেড় ঘণ্টা পরই তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
সালাউদ্দিন ভূঁইয়া জানান, ফরদাবাদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র থেকে তার সমর্থকদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। ব্যাপক কারচুপির কারণে তিনি নির্বাচন বর্জন করেছেন।