| রবিবার, ২৫ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 149 বার
আজ রবিবার (২৫.০৩.২০১৮) গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌর ভবনের মেয়র কার্যালয়ে পৌরসভা আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবিরের সভাপতিত্বে ও পৌর সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ ফেরদৌস মিয়া, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শাহ মোঃ শরিফ ভান্ডারী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান, সংরক্ষণ কর্মকর্তা মীর মোস্তাফিজুর রহমান, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এডঃ কামরুজ্জামান অপু প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, বাংলাদেশের হাজার বছরের শোষণ-বঞ্চনার ইতিহাসের পথ পেরিয়ে এক গৌরবোজ্জ্বল দিন আজ। ১৯৭১ সালের এ দিনে বাঙালি জাতির মুক্তির দূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দেন বাঙালি জাতির কাক্সিক্ষত স্বাধীনতার। হাজার বছরের শৃঙ্খল ছিন্ন করে বাঙালির স্বাধীন জাতি হিসেবে পথ চলার স্বপ্ন পূরণ হয় এ দিনে। পৃথিবীর বুকে গৌরবের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়ায় বাংলাদেশ ও বাঙালি জাতি।-প্রেস বিজ্ঞপ্তি