প্রতিনিধি | সোমবার, ২০ জুন ২০১৬ | পড়া হয়েছে 591 বার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পিআইডব্লিউটিটি চুক্তির আওতায় ট্রানজিটের দ্বিতীয় চালান ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গেছে।
আজ সোমবার বিকেল তিনটার দিকে একটি ট্রাকে করে ১৮ টন লৌহজাত পণ্য (রড) আগরতলায় নেওয়া হয়।
এর আগে রোববার (১৯ জুন) ট্রানজিটের প্রথম চালান ৮৪ টন লৌহজাত পণ্য ত্রিপুরায় পাঠানো হয়।
আখাউড়া স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. নূরুল আলম বলেন, এবারই পণ্য নেওয়ার ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে আমরা মাশুল আদায় করেছি। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় এসব পণ্য পরিবহনে প্রতি টনে ১৯২ টাকা ২২ পয়সা করে মাশুল আদায় করা হচ্ছে।
১৬ জুন বৃহস্পতিবার দুপুরে ট্রান্সশিপমেন্ট কার্যক্রমের উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান। এর আগে বুধবার বিকেলে বাংলাদেশ-ভারত প্রটোকল অন এনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিটি) চুক্তির আওতায় ট্রান্সশিপমেন্টের এক হাজার চার মেট্রিক টন রড নিয়ে এমভি নিউটেক-ছয় নামে একটি জাহাজ আশুগঞ্জ নৌ-বন্দরে নোঙর করে।
২০১৫ সালের ৬ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে স্বাক্ষরিত পিআইডব্লিউটিটি চুক্তির আওতায় পণ্য পরিবহনের প্রথম দফার দ্বিতীয় চালান এটি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |