| বুধবার, ০১ মার্চ ২০১৭ | পড়া হয়েছে 529 বার
গত মঙ্গলবার সকালে গৌতমপাড়া ঘাটুরা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভীত বিশিষ্ট এক তলা একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর মেয়র নায়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব অ্যাডঃ হুমায়ুন কবীর, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, সুহিলপুর ইউপি চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ সরকার। সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি বলেন, বর্তমান সরকার শিক্ষার প্রসার বৃদ্ধিতে ব্যাপকভাবে কাজ করছে। ঘাটুরার এই প্রতিষ্ঠানটিকে প্রতিষ্ঠাকালীন সময় থেকে এর সহযোগিতায় আমি ছিলাম বর্তমানে আছি ভবিষ্যতেও থাকব। এই প্রতিষ্ঠানটির ফলে এই এলাকার শিক্ষার্থীরা সবচেয়ে উপকৃত হবে। আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অ্যাডঃ হুমায়ুন কবীর ও মরহুম মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীকের অবদানের কথা স্মরণ করছি। (প্রেস বিজ্ঞপ্তি)