ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 374 বার
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেছেন বর্তমান সরকার অসহায় মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে।
তিনি গত সোমবার দুপুরে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অসহায় ও গরীব মানুষের মধ্যে ইন্টারন্যাশনাল ইসলামিক রিলিফ অর্গানাইজেশনের দেয়া শাড়ী, লুঙ্গি, কম্বল ও চাদর বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মজলিশপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর বিআরডিবির চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম, সদর উপজেলা কৃষি অফিসার কাজী আনোয়ার হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহবুব আলম।
অনুষ্ঠানে অসহায় মানুষের মধ্যে ২০০ প্যাকেট (প্রতি প্যাকেটে একটি শাড়ি, একটি লুঙ্গি, একটি কম্বল ও ১টি চাদর) বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।