আখাউড়া প্রতিনিধি : | মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 127 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এ ঘটনা ঘটে সোমবার দিবাগত রাত ৩টার দিকে।
নিহতের নাম খোকন সুত্র ধর (২৫)। এস ময় পুলিশের ৩ কনস্টেবল আহত হয়েছেন।
আখাউড়া থানা পুলিশ জানায়, সোমবার টোবাকো কোম্পানির ১৮ লাখ টাকা ছিনতাইকালে খোকন পুলিশের হাতে ধরা পড়ে। রাতে তার দেয়া তথ্যমতে পুলিশ অস্ত্র উদ্ধারে গেলে আখাউড়া রেলওয়ে তিতাস কেবিন এলাকায় পুলিশের সাথে তার সহযোগীরা বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। এ সময় খোকন নিহত হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, নিহত খোকনের বিরুদ্ধে ১টি চুরি ও ১টি ছিনতাই মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।