প্রতিনিধি আশুগঞ্জ ; | সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬ | পড়া হয়েছে 354 বার
যান্ত্রিক ক্রটির কারণে সোমবার ৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন ফের বন্ধ রয়েছে। সকাল থেকে কারখানার ইউরিয়ার সার উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে প্রতিদিন ১ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে। কারখানা সূত্রে জানা যায়, গ্যাস সরবরাহ বন্ধের কারণে দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর গত ৩০ নভেম্বর উৎপাদনে ফিরে আশুগঞ্জ সার কারখানা। তবে চালু হওয়ার ৫ দিন পর রবিবার রাতে কারখানার রেন্ডফিল্ড প্লান্টের বাল্ব এয়ার লাইনের ক্রটির দেখা দেয়। এর ফলে সোমবার সকাল থেকে ফের উৎপাদন বন্ধ রয়েছে। আশুগঞ্জ সার কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম বিষয়টি নিশ্চিত করে জানান, ত্রু টি সারানোর জন্য প্রকৌশলীরা কাজ করছেন। তবে উৎপাদন বন্ধ থাকলেও কারখানায় পর্যাপ্ত পরিমাণ সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত সাত জেলায় সার সঙ্কটের কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।