স্টাফ রিপোর্টার : | শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭ | পড়া হয়েছে 115 বার
ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের পৈরতলা রেলক্রসিং থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পাচার কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক দেওয়ান মোহম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুনিয়াউট বাইপাস কুমিল্লা-সিলেট সড়কে অপেক্ষারত অবস্হায় দুই মাদক ব্যবসায়ীকে মোটর সাইকেল সংকেত দিলে না থামিয়ে দ্রুত চলে যায়। সে সময় পৈরতলা রেলক্রসিং-এর কাছে ফেন্সিডিল ও পাচারের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি পেলে পালিয়ে যায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।