প্রতিনিধি | মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬ | পড়া হয়েছে 547 বার
নিজের ফেইজবুক আইডিতে আওয়ামীলীগ ও বিজ্ঞ বিচারককে কটাক্ষ করে অশ্লিল মন্তব্য করায় যুবদল নেতা জাকির হোসেন (৪১) কে গ্রেপ্তার করা হয়েছে। জাকিরের বাড়ি শাহবাজপুর গ্রামের মৌলভী পাড়ার আব্দুল জব্বারের ছেলে। তিনি উপজেলা যুবদলের সহ-সভাপতি। গত রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শাহবাজপুর ফাঁড়ির নায়েক আমীন আহমদ বাদী হয়ে সরাইল থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেছেন। পুলিশ জানায়, গত ২৪ জুলাই রবিবার রাত আনুমানিক ৯টায় বসত ঘরে বসে ব্যক্তিগত মোবাইলে নিজস্ব ফেইসবুক আইডি “তধশরৎ ঐড়ংংধরহ” তে বাংলাদেশ আওয়ামীলীগকে কটাক্ষ করে কুৎসিত ভাষা লিখে। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার মামলার রায় প্রদানকারী বিজ্ঞ বিচারককে অশ্লিল ভাষা লিখে হেয় প্রতিপন্ন করে। ওই আপত্তিজনক লিখার পাশে বিএনপি ও তারেক জিয়ার ছবি পোষ্ট করে। ফেইসবুকের ওই লিখা ও ছবি মূহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা বিষয়টি জোরালো ভাবে শাহবাজপুর পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। ফাঁড়ির ইনচার্জ নায়েক আমীন সঙ্গীয় ফোর্স নিয়ে গেয়ে জাকিরকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে জাকির ঘটনার সত্যতা স্বীকার করে। পরে আমীন আহমেদ বাদী যুবদল নেতা জাকিরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।