| বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 863 বার
ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর উপ-নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা বিএম ফরহাদ হোসেন সংগ্রাম গত ১৩ মার্চ বিপুল ভোটে বে-সরকারী ভাবে সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম এম.এস’সি। তিনি এক বিবৃতিতে বলেন প্রয়াত সাবেক প্রাণীসম্পদ মন্ত্রী এডঃ সায়েদুল হকও ছিলেন জননেত্রী শেখ হাসিনার মনোনীত এবং পছন্দের প্রার্থী। প্রয়াত মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর থেকে বার বার নৌকা প্রতীক নিয়ে বিজয় হয়। চেয়ারম্যান বলেন প্রয়াত মন্ত্রীর ভালবাসা এবং ভাল কাজের বিনিময়ে ও মন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জনগনের উষ্ণ ভালবাসায় ফরহাদ হোসেন সংগ্রাম বিজয় হয়েছে। তিনি বিএম ফরহাদ হোসেন সংগ্রামের নেতৃত্বে প্রয়াত মন্ত্রীর নাসিরনগরের সু-সংগঠিত আওয়ামীলীগ আরো এগিয়ে যাবে এবং তার অসমাপ্ত কাজ সমাপ্ত কাজ করবে বলে আশা করেন। তিনি অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তায় সফলতার সমৃদ্ধি কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি