| বুধবার, ০৪ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 200 বার
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
আজ বুধবার (০৪.০৪.২০১৮) পৃথক পৃথক সময়ে নেতৃবৃন্দ এই সাক্ষাৎ করেন। সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূইয়া, সিনিয়র সহ সভাপতি শাহ মোঃ শাহ আলম, সহ সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ কামাল চিশতী, সাধারণ সম্পাদক খলিফা শাহ আলম শাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবুল, ডাঃ মোঃ ওলিউর রহমান, মনিরুল আজিম জাবেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, মোঃ শাহবুর হোসেন খান অপু খাদেম, সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ রিপন মিয়া, আবুল হাশেম, মোঃ রমজান আলী, মোঃ হানিফ মিয়া, মোঃ বাহার চিশতী, মোঃ জামাল হোসেন, এরশাদ মাহমুদ আনিছ, মাহমুদ আলম, মোঃ শাহীন, আবেদ আকতার, আঃ গণি, মোঃ ছাদেক মিয়া, খাদেম মোঃ ফারুক শাহ, জাবেদ খলিফা প্রমুখ।
নব গঠিত বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের নেতৃবৃন্দ সকলের দোয়া কামনা করেছেন।