স্টাফ রিপোর্টার | বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯ | পড়া হয়েছে 372 বার
সম্প্রতি ভারত থেকে ত্রিদেশীয় সিরিজ জয় করে আসা ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি হুইল চেয়ার ক্রিকেট টিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেছেন। প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে তারা বিশ্বের দরবারে বাংলাদেশকে আরো উঁচুতে তুলে ধরতে চান।
ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না বলেন, ‘সামনে আমাদের একাধিক সিরিজ রয়েছে। এই মুহুর্তে প্রধানমন্ত্রীর সহযোগিতা আমাদের একান্তভাবে প্রয়োজন। আমরা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। আমরা চাই পর্যাপ্ত কোচিং ব্যবস্থাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করে ক্রিকেট টিমটিকে আরো এগিয়ে নিতে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়।
এখানে উল্লেখ্য, ভারতের কলকাতার এনকেডিএ স্টেডিয়ামে ২৬ থেকে ২৯ এপ্রিল হওয়া বাংলাদেশ-ভারত-নেপাল ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। এর আগে দিল্লীতে দ্বিপাক্ষীয় সিরিজে ভারতকে হারায় বাংলাদেশ দল। সামনে এশিয়া কাপসহ একাধিক সিরিজ খেলতে চায় দলটি।