| শুক্রবার, ০৬ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 103 বার
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মুস্তফা মাহমুদ সারওয়ার বলেছেন, প্রতিবন্ধিদের সেবা, সাহায্য, শিক্ষা ও পুর্নবাসনে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে। প্রতিবন্ধি শিশুদের শিক্ষা ও মননশীলতার বিকাশে সদাশয় সরকার আগামী অর্থবছর থেকে দেশের প্রতিটি উপজেলায় একটি করে প্রতিবন্ধি স্কুল স্থাপন ও পরিচালনার বিষয় বিবেচনা করছে।
বিশ্ব অটিজম দিবস উপলক্ষে আছমাতুন্নেছা বুদ্ধিপ্রতিবন্ধি ও অটিষ্টিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই তথ্য প্রদান করেন।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতিপ্রাপ্ত সমাজসেবী আল মামুন সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শহর সমাজসেবা কর্মকর্তা শারমিন রহমান চৌধুরী, প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা গায়ত্রী দেবনাথ, জেলা পরিষদ সদস্য ছাদেকুর রহমান শরিফ এবং শিক্ষক শামীমা শিকদার বক্তৃতা করেন।
সমাবেশ শেষে শিক্ষার্থীদের ২০১৭ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের প্রতিবন্ধি ভাতা ও উপবৃত্তি বিতরণ করা হয়।