| সোমবার, ১৬ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 120 বার
সাহিত্য একাডেমি আয়োজিত বৈশাখী উৎসব ১৪২৫ এর তৃতীয় দিন গতকাল রবিবার শান্তনু কায়সার স্মরণসভা ও প্রগতিশীল আন্দোলনে বুদ্ধিজীবীদের ভূমিকা বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডঃ ফজিলাতুন্নেছা বাপ্পী এমপি বলেছেন, যুগে যুগে প্রগতিশীল নারীরাই সমাজকে পরিবর্তনের পথ দেখিয়েছে। আমার কাছে প্রকৃত বুদ্ধিজীবী তারাই যারা দেশকে ভালোবাসেন। শান্তনু কায়সার দেশকে দেশ ভালোবাসেন। তরুণ সমাজকেও আ শান্তনু কায়সারের মত বুদ্ধিজীবী আগামির স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্দের চেতনায় বিশ্বাস এবং এই চেতনাকে ধারণ করেই এই প্রজন্মের শিশু কিশোর তরুণেরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।
সাহিত্য একাডেমির অন্যতম উপদেষ্টা প্রাণতোষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ্ প্রমুখ।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন অ্যাডঃ আকসির এম চৌধুরী ও রিফাত আমিন।
স্বাগত ভাষণ দেন সাহিত্য একাডেমির সদস্য ফারুক আহমেদ ভূইয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক বাছির দুলাল।
আলোচনা শেষে সঙ্গীত পরিবেশন করেন ত্রিপুরার প্রখ্যাত শিল্পী গীরেন্দ্র মজুমদার, নাটক পরিবেশন করেন সাহিত্য একাডেমির সদস্যবৃন্দ।
নাটকের রচয়িতা আহম্মদ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |