নিউজ ডেস্ক | সোমবার, ২৭ মার্চ ২০১৭ | পড়া হয়েছে 487 বার
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দাতিয়ারায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্সের সাঁড়াশি অভিযানে বিদেশী পিস্তল, দেশীয় তলোয়ার ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। গত রবিবার ২৬ মার্চ,গভীর রাতে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আব্দুল আল মামুনের নেতৃত্বে এ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের দাতিয়ারা গ্রামের আব্দুল বশীরের ছেলে জাফর ইকবাল এর বাড়িতে এক সাড়াশি অভিযান চালানে হয়। তখন তার বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে একটি রিভলবার, দেশীয় তৈরী তলোয়ার, কেরিকাটা আকৃতির ধারালো অস্ত্র ও অভিনব কায়দায় টর্চ লাইটের ভিতের লুকিয়ে রাখা ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করার সময় মাদকব্যবসায়ী জাফরকে বাড়িতে না পাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি। এ ঘটনায় সদর মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |