ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | সোমবার, ২০ জানুয়ারি ২০২০ | পড়া হয়েছে 229 বার
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির বলেছেন, সকলের সাথে সমন্বয়ের মাধ্যমে পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই। বর্তমানে পৌরসভার বিভিন্ন রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড চলছে। চলমান উন্নয়ন কার্যক্রমে আরো ত্বরান্নিত করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি গতকাল পৌর এলাকার ১১নং ওয়ার্ডের পাওয়ারহাউজ রোড-শিমরাইলকান্দি সংযোগ সড়কের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, পৌর কাউন্সিলর আব্দুল হাই ডাবলু, সংরক্ষিত কাউন্সিলর মাহমুদা বেগম, উপ সহকারী প্রকৌশলী সমন দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী দানা মিয়া, আওয়ামী লীগ নেতা জমশেদ আলম ও আহম্মদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।