| বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 260 বার
জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) ২০১৮ এর সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৬.০৪.২০১৮) সকাল ১১টায় বহুখাত ভিত্তিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ আবু নাসের, প্রাণী সম্পাদক অধিদপ্তরের ডাঃ নূরে আলম, জেলা তথ্য কর্মকর্তা দিপক চন্দ্র দাস, জেলা শিশু বিষয়ক কমকর্তা মাহফুজা আক্তার। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা পুষ্টি উন্নয়নে বহুখাত ভিত্তিক সমন্বয়কে আরো জোর দাবী করার উপর গুরুত্ব দেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক বলেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি এবং ফলেও স্বয়ংসম্পূর্ণ হতে যাচ্ছি। আরো আশার কথা যে, জিংক মিশ্রিত ধান বিরি-৭২, ৭৪ উৎপাদনে সক্ষম হয়েছি। সভার সভাপতি সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদার বলেন, একটি জাতি মানুষি হসেবে সুচিন্তিত সুস্থ হতে হলে তাকে পুষ্টি জ্ঞান সম্পন্ন হতে হবে। তিনি আরও বলেন, আমাদের দেশে খাদ্যের অভাব এর চেয়ে পুষ্টি জ্ঞানের অভাব বেশি। তিনি আরো বলেন, সুষম খাদ্য জ্ঞান আমাদের মাঝে থাকা অত্যন্ত জরুরী। তিনি সকল বিভাগকে পুষ্টি উন্নয়নে কাজ করার আহবান জানান।