প্রতিনিধি | মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ | পড়া হয়েছে 648 বার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের গুলিতে আব্দুল্লাহ (৩৫) নামে এক ডাকাত আহত হয়েছেন।
গত সোমবার ১৪ মার্চ গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর গোল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।আহত আব্দুল্লাহ শাহবাজপুর গ্রামের পূর্বপাড়ার রহমত আলীর ছেলে।তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, একদল ডাকাত স্থানীয় সড়কে একটি মাইক্রোবাসের গতিরোধ করে। এ সময় মাইক্রোবাসটিতে থাকা কয়েকজন যুবকের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি শুরু হয়।খবর পেয়ে শাহবাজপুর ফাঁড়ি ও সরাইল থানা পুলিশঘটনাস্থলে এসে ডাকাতদের লক্ষ্য করে গুলি করে। এতে আব্দুল্লাহ গুলিবিদ্ধ হন বলে জানান ওসি।