নবীনগর প্রতিনিধি : | রবিবার, ০৮ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 236 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলার শিবপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার দেবগ্রামের দুলাল মিয়ার স্ত্রী রিনা বেগম (৪২), সবুজ মিয়ার স্ত্রী শেফালী বেগম (৩০), নয়াদিল গ্রামের কাসেম মিয়ার ছেলে বাদল মিয়া (৩৫) ও তন্তর পূর্ব পাড়ার মানিক মিয়ার ছেলে স্বপন মিয়া (২৭)। আটক সকলের বাড়ি জেলার আখাউড়া উপজেলায়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম সিকদার জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।