| শুক্রবার, ০৭ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 186 বার
শুক্রবার সকালে হবিগঞ্জের মাধবপুরে নয়াপাড়া রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে সিলেটগামী পারাবত ট্রেনে ইঞ্জিনের আগুন লাগে। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
ট্রেনের চালক আবুল কালাম জানান, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস টেনটি সকাল পৌণে ১০টায় নয়াপাড়া স্টেশনের আউটার লাইনে আসার পরপরই ইঞ্জিন ও ৩টি বগি লাইনচ্যুৎ হয়ে পড়ে। সাথে সাথে ইঞ্জিনে আগুন ধরে গেলে তা পুড়ে যায়। তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ২০ যাত্রী আহত হন। তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
নোয়াপাড়া স্টেশন মাস্টার আবু সাইদ জানান, শুক্রবার সকালে হঠাৎ করে পারাবত ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। পরে সামনের একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন লেগেছে এটা এখনই বলা যাচ্ছে না। ট্রেনের বগি উদ্ধার করতে উদ্ধারকারী রিলিফ ট্রেন আখাউড়া থেকে এসেছে। উদ্ধার কাজ শেষ হতে অন্তত সাত থেকে আট ঘন্টা সময় লাগতে পারে।