স্পোর্টস ডেস্ক : | শনিবার, ০৩ নভেম্বর ২০১৮ | পড়া হয়েছে 175 বার
সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রাইব্রেকারে ৩-২ গোলে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরলো বাংলাদেশ।
আজ ০৩ নভেম্বর শনিবার বাংলাদেশ সময় ২.৪৫ মিনিটে নেপালের রাজধানী কাঠমান্ডুর নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) কমপ্লেক্সে শিরোপার লড়াইয়ে নামে বাংলাদেশ ও পাকিস্তান।
১-১ সমতায় থেকে প্রথমার্ধো শেষ করে দল দু’টি। ম্যাচের ২৫ মিনিটেই গোল পায় বাংলাদেশ। তবে এর পর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে।
এতে প্রথম গোলটিই বারের উপর দিয়ে পাঠিয়ে দেয় বাংলাদেশ। অপর দিকে পাকিস্তানও মিস করে তাদের প্রথম গোল। কিন্তু এরপরই এগিয়ে যায় বাংলাদেশ। পরপর তিনটি গোল করতে সফল হয় বাংলাদেশ। তবে শেষ গোলটি করতে ব্যর্থ হয়।
কিন্তু পাকিস্তানের পক্ষে ২য় গোলটি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেয় বাংলাদেশের গোলরক্ষক মেহেদি। তবে এরপরের দুই গোল করে পাকিস্তান। আর শেষ গোলটি ফিরিয়ে দেশকে জয়ের আনন্দে ভাসান এই গোলরক্ষক মেহেদি।
এর আগে বৃহস্পতিবার (০১ নভেম্বর) প্রথম সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে ৫-৩ গোলে পরাজিত করে বাংলাদেশের কিশোররা। একই দিনের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।
গ্রুপ পর্বে মালদ্বীপকে ৯-০ গোলে এবং স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চার খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।