প্রেস বিজ্ঞপ্তি | শনিবার, ২৩ জুলাই ২০১৬ | পড়া হয়েছে 111 বার
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর নেতৃত্বে ও দিক-নির্দেশনায় অত্র থানার এসআই/কাজী মোঃ মাহফুজ হাসান সিদ্দিকী সঙ্গীয় ফোর্সসহ ২৩/০৭/১৬ইং তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত মোঃ বোরহান (২৪), পিতা-মৃত তাজুল ইসলাম, সাং-নরসিংসার, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ০১টি দেশীয় তৈরী লোহার পাইপগান-সহ অত্র থানাধীন সুহিলপুর কাঙ্গালী রাস্তার জলিল মেম্বারের বাড়ির পাশের রাস্তার উপর থেকে গ্রেফতার করেন। উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত ডাকাত এর বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অত্র থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।