বিশেষ প্রতিনিধি : | সোমবার, ৩০ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 140 বার
পবিত্র শবেবরাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের উদ্দেশ্যে আগামীকাল মঙ্গলবার পটকা ফাটানো ও আতশবাজি পোড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার (৩০.০৪.২০১৮) ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় বিস্ফোরকদ্রব্য, আতশবাজি, পটকা বা অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বহন এবং ফাটানো অথবা পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে।