শফিকুল ইসলাম সোহেল | সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ | পড়া হয়েছে 299 বার
ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একই পরিবারের ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫নভেম্বর ২০১৯) সকালে পৌর এলাকার নয়নপুরে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাসির মিয়া, আবদুল মোতালেব, রেজিয়া বেগম ও ছামিনা বেগম।
পুলিশ জানায়, সোমবার সকালে পুলিশ মাদক ব্যবসায়ী নাসির মিয়াকে গ্রেপ্তার করতে তার বাড়িতে গেলে নাসিরের বাবা, মা ও বোন পুলিশকে বাঁধা দেয়। পরে পুলিশ মাদক বিক্রির অপরাধে নাসিরকে এবং পুলিশী কাজে বাঁধা প্রদানের দায়ে বাকী তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৪৩ ( তাং- ২৫-১১-২০১৯ ইং)।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নাসির মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারের সময় তার কাছে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পুলিশী কাজে বাঁধা সৃষ্টি করার দায়ে তার পরিবারের অপর তিনজনকেও গ্রেপ্তার করা হয়।