ডেস্ক ২৪ | সোমবার, ১১ জানুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 667 বার
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনকারী মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
রাব্বি জানান, শনিবার রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বুথ থেকে টাকা তুলে বের হওয়া মাত্রই ৩-৪ জন যুবক তার গতিরোধ করে। এরপরই পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানে তুলে ৫ লাখ টাকা দাবি করেন অভিযুক্ত এসআই মাসুদ। টাকা দিতে অস্বীকৃতি জানালে তল্লাশির নামে পাঁচ ঘণ্টা আটকে রেখে তার ওপর নির্মম নির্যাতন শুরু হয়। এমনকি তাকে বেড়িবাঁধে নিয়ে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেয়া হয়।
তল্লাশির নামে ভয়াবহ এ নির্যাতনের নেতৃত্ব দেন এসআই মাসুদ শিকদার।
রোববার সকালে এ বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বি। এরপরই এসআই মাসুদকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়।
শনিবার রাতের সে ঘটনা কিছুতেই ভুলতে পারছেন না গোলাম রাব্বি।
রাব্বি বলেন, “পুলিশ আমাকে রাতভর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে। পরিচয় জানার পর মেরে ফেলার হুমকিও দেয় এসআই মাসুদ শিকদার।
পুলিশের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে ডুকরে ডুকরে কাঁদছিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |