| শনিবার, ১৭ নভেম্বর ২০১৮ | পড়া হয়েছে 86 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার এক বিবৃতিতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে বর্ণিত আচরণবিধির পরিপন্থী সকল দলীয় ব্যানার ফেস্টুন ও রঙ্গিন পোস্টার অবিলম্বে অপসারণ করার জন্য দলের সকল পর্যায়ের নেতা-কর্মী এবং দলীয় বর্তমান সংসদ সদস্যদের সমর্থকদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি প্রত্যেক উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ দলীয় মাননীয় সংসদ সদস্যদের সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে, এই আহবানের পর যারা নির্দেশ বাস্তবায়নে বিলম্ব বা অলসতা প্রদর্শন করবেন আচরণবিধি লংঘনের জন্য তাদেরকে ব্যক্তিগত দায় বহন করতে হবে।-প্রেস বিজ্ঞপ্তি