| বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫ | পড়া হয়েছে 658 বার
আখাউড়ার পৌরশহরের দেবগ্রাম এলাকায় নিখোঁজের প্রায় এক সপ্তাহ পর দুলাল মিয়া তিতাস নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুলাল দেবগ্রামের মধ্যপাড়া এলাকার মৃত আবদুল মোতালেবের ছেলে। পরিবারের লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, পেশায় মৎস্যজীবী ওই ব্যক্তি গত ২২ ডিসেম্বর মঙ্গলবার রাতে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। এরপর ওই রাতে আর বাড়ি ফেরেননি তিনি। এ ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করেও দুলালের কোনো সন্ধ্যান মেলেনি। আজ সকালে লাশ ভেসে উঠলে এলাকাবাসী, পরিবার ও পুলিশকে খবর দেয়।