নাসিরনগর প্রতিনিধি : | বুধবার, ৩১ অক্টোবর ২০১৮ | পড়া হয়েছে 90 বার
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ৭ কোটি টাকা ব্যয়ে ১৮.১ কিলোমিটার দীর্ঘ নাসিরনগর-মাধবপুর সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। ৩০ অক্টোবর মঙ্গলবার বিকালে নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল কবির, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াছ আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, সাংস্কৃতিক সম্পাদক অরুন জ্যোতি ভট্টাচার্য, তথ্য বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক জুরানসহ দলীয় নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফরের(এলজিইডি) বাস্তবায়নে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৪টি ভাগে বিভক্ত ১৮.১ কিলোমিটার দীর্ঘ সড়কটির সংস্কার কাজ হবে ।