নাসিরনগর প্রতিনিধি: | বৃহস্পতিবার, ০৩ মে ২০১৮ | পড়া হয়েছে 167 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের প্রধান বাজার ইজারা মুক্ত ঘোষণা করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এম.পি।
গতকাল বুধবার দিবাগত রাতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়। এছাড়াও তিনি বাজারের রাস্তাঘাটের উন্নয়নসহ গভীর নলকূপ স্থাপন, টয়লেট নির্মাণ, ড্রেন সংস্কার, ফায়ার সার্ভিসের সেবা নিশ্চিত করারও আশ্বাস দেন।
নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বাজার কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল বাকি, ব্যবসায়ী হাজী ওয়াজিল চৌধুরী, কাজল জ্যোতি দত্তসহ ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নাসিরনগর বাজারকে ইজারামুক্ত করায় বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এম.পিকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।