প্রতিনিধি: | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 457 বার
নাসিরনগর ডিগ্রী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা অধ্যয়নরত শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে গত রবিবার কলেজ চত্বরে শিক্ষার্থীদের মা-বাবা-অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাইনুদ্দিন ভুইয়ার সভাপতিত্বে প্রভাষক প্রার্থ প্রতীম সৌমের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকী,হাজ্বী ওবায়েদুল্লাহ রেনু,মনির হোসেন,সহকারী অধ্যাপক মোঃ আবদুল হক, সহকারী অধ্যাপক জামিল ফোরকান, সহকারী অধ্যাপক সুশান্ত কুমার দাস,সুরুজ কুমার পাল,অভিভাবক সাবেক ইউপি চেয়ারম্যান মীর মোশারফ হোসেন, অভিভাবক আমিনুল ইসলাম বেলায়েত, প্রেসকস্নাবের সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া ও শিক্ষার্থী ইসরাত জাহান প্রমূখ। সভায় কলেজের শিক্ষার মনোন্নয়নের লক্ষে একাদশ শ্রেনীর সকল শিক্ষার্থীদের নিয়মিত কলেজে উপস্থিত এবং নিয়মিত পাঠদান ও কলেজের সকল নিয়ম-কানুন মেনে চলার উপর গুরুত্ব আরোপ করা হয়। এসময় কলেজের শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।