নাসিরনগর প্রতিনিধি : | সোমবার, ০৬ নভেম্বর ২০১৭ | পড়া হয়েছে 173 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আজ সোমবার (০৬.১১.২০১৭) মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এম.পি‘র শারীরিক সুস্থ্যতা কামনা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম লেঃ অবঃ গোলাম নূর ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল মোতালিবের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হাজ্বী হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকি, হাজী মিছবাহ উদ্দিন, কাজী তৌহিদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজাহারুল হক, মোঃ সোহরাব মোল্লা,কার্ত্তিক চন্দ্র দাস প্রমুখ। এসময় জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন দাতঁমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা এখলাছুর রহমান।