নাসিরনগর প্রতিনিধি | শনিবার, ১১ জানুয়ারি ২০২০ | পড়া হয়েছে 168 বার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সাবেক কল্যান সংঘের উদ্যোগে অসহায় ও দরিদ্র শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার (১০জানুয়ারি ২০২০) সকালে চাপরতলা সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানাউল আমিন ভুঁইয়া।
ছাত্র কল্যান সংঘের সভাপতি মোঃ আবদুল্লাহ আল বুখারীর সভাপতিতে ও সাধারণ সম্পাদক হাসান জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজ কুমার দেবনাথ, সহকারী শিক্ষক আবদুল আহাদ খাঁন, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, ইউপি সদস্য জজ মিয়া ও আবদুল কুদ্দুস।
বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ মোশারফ, সহ সভাপতি মহিউদ্দিন ভূইয়া প্রমূখ। অনুষ্ঠানে এলাকার অর্ধশতাধিক অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।