| মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ | পড়া হয়েছে 666 বার
নাসিরনগর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে গত মঙ্গলবার সদর ইউনিয়নের সদর কৃষি ব্লকে রিপার মেশিন দ্বারা গম কর্তনের উপর মাঠ দিবসের আয়োজন করা হয়। সদরের বড়ভাঙ্গা গ্রামে আলম ও হাসিমের জমিতে গমের কর্তন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামানের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল আলম,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল হান্নান,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী ও এসিআই প্রতিনিধি বিধান চন্দ্র দাস। এসময় কৃষক আলম মিয়া,আবুল হাসিমসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা,সাংবাদিক,কৃষক/কৃষানী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।