নাসিরনগর প্রতিনিধি | বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ | পড়া হয়েছে 186 বার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে এই সার ও বীজ বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন, ভাইস চেয়ারম্যান ফয়েজ চিশতি, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১ হাজার কৃষককে বিনামূল্যে সার, গম ও সরিষা বীজ বিতরণ করা হয়। এর মধ্যে ৬’শ কৃৃষককে ২০ কেজি গম বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও ৪’শ জনকে এক কেজি করে সরিষা বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার দেয়া হয়।