নাসিরনগর প্রতিনিধি : | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭ | পড়া হয়েছে 237 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ফান্দাউকে পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন হল স্বর্ণ কিশোরী ক্লাব । বিদ্যালয়ের শিক্ষার্থীরা অঙ্গীকার বন্ধ হয় কিশোরীর সুস্বাস্থ্যের বার্তা রক্ষায় ।
মঙ্গলবার সকালে পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ে স্বর্ণ কিশোরী ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম,সাধারণ সম্পাদক আকতার হোসেন ভূঁইয়ার, ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান,দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিবলী চৌধুরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মাহফুজুর রহমান পিয়ারু, স্বর্ণ কিশোরী দীপ্তি চৌধুরী ও সূর্য কিশোর মোঃ নুরুল আইন সাদীসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, স্বর্ণকিশোরী ও সূর্যকিশোররা।