নাসিরনগর প্রতিনিধি : | রবিবার, ২৫ নভেম্বর ২০১৮ | পড়া হয়েছে 112 বার
৪৭তম জাতীয় সমবায় দিবস-২০১৮ উপলক্ষে আজ ২৫ নভেম্বর রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে “সমবায় ভিত্তি সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা সদরের এক বণার্ঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে স্থানীয় অফিসার্স ক্লাবে উপজেলা সমবায় কর্মকর্তা ফিরোজুর রহমানের সভাপতিত্বে প্রভাষক নির্মল চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, ইউসিসির ভাইস চেয়ারম্যান সাংবাদিক আকতার হোসেন ভূঁইয়া।
সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য নগেন্দ্র চন্দ্র দাস, ধীবর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস প্রমুখ।