প্রতিনিধি | শুক্রবার, ১১ মার্চ ২০১৬ | পড়া হয়েছে 692 বার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার প্রত্যন্ত গ্রামের এক বাড়িতে আগুন লেগে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আগুন নেভাতে গিয়ে ওই বাড়ির গৃহকর্তা নির্ধন চন্দ্র দেব (৭৮) ও তার ভাতিজা কিশোর দুখু চন্দ্র দেব (১২) দগ্ধ হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম-এর চটিপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী কালু দেব জানান,কেরোসিনের বাতির আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রামবাসী টের পেয়ে এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েছি।নাসিরনগরে ফায়ার সার্ভিসের শাখা না থাকায় গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দগ্ধ দু’জনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।