নাসিরনগর প্রতিনিধি | শনিবার, ৩০ মে ২০২০ | পড়া হয়েছে 186 বার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গ্রামবাসীর সেচ্ছাশ্রমে সংস্কার করা হচ্ছে সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা।
এলাকাবাসী জানান, নাসিরনগর শহীদ মিনারের সামনে থেকে মরহুম হাজী গাফ্ফার মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তার মধ্যবর্তী কিছু অংশ দীর্ঘদিন ধরে বেহালদশা। চলাচলের প্রায় অনুপযোগী। এই রাস্তা দিয়ে চলাচলে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। একটু বৃষ্টি হলে রাস্তায় পানি জমে কাদাঁর সৃষ্টি হয়।
এলাকাবাসী জানান, তাঁরা দীর্ঘদিন ধরে সরকারি বরাদ্দে বা স্থানীয় মেম্বার, চেয়ারম্যানের বরাদ্দে এই রাস্তার সংস্কার করার দাবি জানিয়ে আসছিলেন। স্থানীয় জনপ্রতিনিধিদের মৌখিকভাবে বিষয়টি কয়েকদফা জানানো হলেও তারা কোন উদ্যোগ গ্রহন করেননি।
রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ায় মানুষের অসুবিধা দেখে এলাকার শাখাওয়াত হোসেন ভূঞা, নওয়াব রাজা, বিরেন্দ্র বিশ্বাস ও আবুল কাশেম রাষ্টুর উদ্যোগে নিজেদের টাকায় ইট ফেলে সেচ্ছাশ্রমে রাস্তাটির প্রায় দেড়শত ফুট সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলেন।
এ ব্যাপারে নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম বলেন, রাস্তাটির সংস্কারের বিষয়টি মাথায় আছে। বরাদ্দ পেলে কাজ করা হবে। তাছাড়া করোনার কারণে সকল কার্যক্রম বন্ধ রয়েছে।