নাসিরনগর প্রতিনিধি : | রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 140 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর ৩৪ তম বার্ষিক সাধারণ সদস্য সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (১৮.০২.২০১৮) সমিতির প্রশিক্ষণ মিলনায়তনে ইউসিসি‘র চেয়ারম্যান ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হকের পরিচালনায় সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি উম্মে সালমা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মাকছুদুর রহমান, উপজেলা নিবার্চন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রায়হান উদ্দিন, ইউসিসির সহ-সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভুইয়া।
সভায় বক্তব্য রাখেন ইউসিসির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ ভুইয়া, সমবায়ী অরুণ জ্যোতি ভট্রাচার্য, অর্চনা রানী দাস প্রমুখ। সভায় আয়-ব্যয় ও প্রতিবেদন পাঠ করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক। সভায় উপজেলার বিভিন্ন সমিতির সভাপতি/ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।