নাসিরনগর প্রতিনিধি : | শুক্রবার, ০৪ মে ২০১৮ | পড়া হয়েছে 183 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে সুইচ টিপে আজ শুক্রবার (০৪.০৫.২০১৮) বিকালে আনুষ্ঠানিকভাবে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এম.পি। এতে নতুন করে আলোকিত হল উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ৪৬২টি পরিবার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম, সহকারী জেনারেল ম্যানেজার (নিপর) মোঃ নজরুল ইসলাম, ইউসিসির চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, গুনিয়াউক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক চেয়ারম্যান জিতু মিয়া, আওয়ামী লীগ নেতা আবদুল মোনায়েম কায়কোবাদ সহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির ১ কোটি ৪৪ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে ৭.২০৯ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইনের আওতায় উক্ত গ্রামে ৭২৯ জনের মধ্যে ৪৬২ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করেছেন। বাকিদেরকে পর্যায়ক্রমে সংযোগ দেয়া হবে।