নাসিরনগর প্রতিনিধি | সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১ | পড়া হয়েছে 28 বার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সোমবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২১ সকালে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী।
সভায় বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, থানার পরিদর্শক (তদন্ত)আ.স.ম আতিকুর রহমান উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আইনশৃংখলা কমিটির সসদ্যগণ।
সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি সরকারি খাস জমি অবৈধ দখল, উচ্ছেদ,মাদক-জুয়া, চুরি-ডাকাতি, বাল্যবিবাহ, যৌতুক,নারী নির্যাতন, ইভটিজিংসহ আইনশৃংখলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ করেন ও সিদ্ধান্ত গৃহীত হয়।