প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৯ জুন ২০১৬ | পড়া হয়েছে 639 বার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অটিজম ও স্নায়ুবিকাশ জনিত সমস্যাভুক্ত যুবদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা বৃহস্পতিবার স্থানীয় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুর রশিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুখলাল সরকার, উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাছির উদ্দিন রানা ও যুবনেতা হাকিম রেজা।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতাব্বুর রফিকুল ইসলাম। কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ জন অংশ নেন।