স্টাফ রিপোর্টার : | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 158 বার
ব্রাহ্মণবাড়ীয়া নাসিরনগর থানা পুলিশের নতুন (ওসি) কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেলেন জেলা পুলিশ লাইনে সংযুক্ত থাকা পুলিশ পরিদর্শক মো: আবু জাফর।
গত ৪ নভেম্বর শুক্রুবার সন্ধায় তাকে নাসির নগর থানায় পদায়ন করা হয়েছে। তিনি পুলিশ লাইনে সংযুক্ত থাকার আগে জেলার আশুগঞ্জ থানায় পুলিশের ভারপ্রাপ্ত ওসি ছিলেন। জেলার সিনিয়র পুলিশ সুপার ( সদর দফতর)
রাজন কুমার দাস বিষয়টি সাংবাদিকদের জানান।এর আগে নাসিরনগরের ফ্রেইস বুকে কাবাঘরে উপর শিব মন্দির বসানোকে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত হয়। পরে হিন্দুপল্লীতে চালানো তান্ডবে ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে থানা পুলিশের ভারপ্রাপ্ত ( ওসি) আবদুল কাদেরে প্রত্যাহারের দাবি ওঠে। পরে বৃস্পতিবার দুপুরে ওসি আবদুল কাদের কে প্রশাসনিক কারন দেখিয়ে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।